ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শক্রতার জের গাছের ওপর!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
শক্রতার জের গাছের ওপর!

ঈশ্বরদী: পূর্ব শত্রুতার জের ধরে পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুরে ১৯টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (০২ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ করা হয়েছে।  

ক্ষতিগ্রস্ত গাছের মালিক জাহাঙ্গীর আলম বুদু এজাহারে উল্লেখ করেছেন, জমি নিয়ে প্রতিবেশি মৃত আজাহার আলীর ছেলে ইউনুচ আলীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ইউনুচ আলী ও তার ছেলে তুফানসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাড়ির কাছের আম, লিচু ও কিছু মেহগুনি গাছ কেটে ফেলে। তখন তিনি টর্চ লাইট জালিয়ে গাছগুলো কাটা দেখেন। তখন গাছ কাটতে বাধা দিলে গেলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, গাছ কেটে ফেলার ঘটনায় থানায় ক্ষতিগ্রস্ত বুদু একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।