ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
না’গঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা

নারায়ণগঞ্জ: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

তিনি বলেন, আমরা তিনটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে দেখতে পাই, এখানে ওষুধের মূল্য কাঁটছাট করে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

একইসঙ্গে বেশ কিছু অনুমোদনহীন ওষুধও তারা বিক্রি করে আসছে। এসব অপরাধে লার্জ ফার্মাকে ৩০ হাজার টাকা, রাদি ফার্মাকে ১০ হাজার ও রনি ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানকালে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার ইকবাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেশকার, জেলা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।