ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে ভিজিএফের ৪৪ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
করিমগঞ্জে ভিজিএফের ৪৪ বস্তা চাল জব্দ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে পরিদর্শনে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের ৪৪ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় পরিদর্শনে আসেন ইউএনও।  

স্থানীয়রা জানান, সকালে নোয়াবাদ ইউপি কার্যালয় পরিদর্শনে আসেন ইউএনও শারমিন।

এসময় তিনি আশপাশে ভিজিএফের চাল বিক্রির অভিযোগে পান। পরে তিনি অভিযান চালালে কারবারি ও বিক্রেতারা চালের বস্তা ফেলে পালিয়ে যান। এসময় মোট ৪৪ বস্তা চাল জব্দ করা হয়।  

ইউএনও শারমিন সুলতানা বাংলানিউজকে বলেন, জব্দ করা চালের সবগুলো বস্তাই সরকারি নয়। কেউ কেউ হয়তো চাল আগেই বিক্রি করে দিয়েছিলেন। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা করা হবে বলেও জানান ইউএনও।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ