ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসি কর্মীদের রাত ৮টা পর্যন্ত কাজ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ডিএনসিসি কর্মীদের রাত ৮টা পর্যন্ত কাজ করার নির্দেশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারী এবং কর্মীদের প্রতিদিন রাত ৮টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় কাজের সমন্বয় এবং জরুরি পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে এক পরিপত্র জারি করে এই আদেশ জারি করেছে ডিএনসিসি।  

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া স্বাক্ষরিত ঐ পরিপত্রে ডিএনসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং কর্মীদের উদ্দেশ্যে এই আদেশ জারি করা হয়।

 

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ