ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাকা না পেয়ে মাদকাসক্ত পেটালো বাবা-ভাইকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টাকা না পেয়ে মাদকাসক্ত পেটালো বাবা-ভাইকে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক কেনার টাকা না দেওয়ায় শান্ত নামে এক মাদকাসক্ত তার বৃদ্ধ বাবা ও প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে আহত করেছে।

বুধবার (৩১ জুলাই) উপজেলার মাহনা এলাকায় এ ঘটনা ঘটে।
 
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম বাংলানিউজকে জানান, মাহনা এলাকার কবি মোল্লার ছেলে শান্ত দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।

সকালে মাদক কেনার জন্য বাবার কাছে এক হাজার টাকা দাবি করে শান্ত। কবি মোল্লা কোনো টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। প্রতিবাদ করতে গেলে প্রতিবন্ধী ভাই মামুন মোল্লাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে বসতঘরে ভাঙচুর করে শান্ত।

এ বিষয়ে আহত কবি মোল্লা ভুলতা পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ শান্তকে আটক করে।

এছাড়া একই এলাকার ইয়াকুব আলীর ছেলে আইয়ুব আলীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক শহিদুল।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।