ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকায় আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে আরও ২ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ঢাকায় আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে আরও ২ ডেঙ্গু রোগী খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা দু’জনই ঢাকা ফেরত।  

বুধবার (৩০ জুলাই) দিনগত রাতে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন।

জানা যায়, এ নিয়ে গত কয়েকদিনে মোট ৬ ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।

এর মধ্যে ৩ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তারা প্রত্যেকে ঢাকা থেকে জ্বর নিয়ে খাগড়াছড়ি এসেছেন। পরে পরীক্ষায় দেখা গেছে, তারা ডেঙ্গুতে আক্রান্ত।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা বাংলানিউজকে বলেন, ডেঙ্গুতে আক্রান্তরা সবাই ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন। পরে পরীক্ষা করার পর তাদের ডেঙ্গু ধরা পড়ে।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ সনাক্তের ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।