ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ ডাকাত আটক আটক ডাকাতরা পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৫০ পুরিয়া হেরোইনসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সোনারগাঁ বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউকান্দি এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৫), নরসিংদীর চরমাধবদী এলাকার খলিলের ছেলে রুবেল (৩২) ও মাধবদী গজারচর এলাকার বাবুল মিয়ার ছেলে সজীব (২৬)।

 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূল্য চার লাখ ৫০ হাজার টাকা। এদের মধ্যে রহিমের নামে ছয়টি ও রুবেলের নামে পাঁচটি ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

তারা বর্তমানে ডাকাতির পাশাপাশি মাদক সেবক ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলেও জানান এসআই কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।