ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাত উপজেলায় ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও মাদকদ্রব্যসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ১০ জনকে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটক করা হয়েছে।

আটক ১০ জন হলেন, সদর থানার বারাহির চর এলাকার মৃত রমজান মিয়ার ছেলে আতিকুল ইসলাম (৩৫), হিজুলী এলাকার সৃত ইউনুছ মিয়ার ছেলে লিমন হোসেন রাব্বি (২১), চর মকিমপুর এলাকার আবু তাহের (৪৩), জয়রা এলাকার আবিদ হোসেন (৫৫), পশ্চিম সেওতা এলাকার মোশারফ হোসেনের ছেলে আসিব হোসেন (২০), জয়রা এলাকার মহিবুর রহমানের ছেলে আসাদুজ্জামান অপু (২৯), ভুল জয়রা এলাকার আলী আকবরের ছেলে আব্দুল্লাহ্ আল মামুন ওরফে নাদিম (২৩), পশ্চিম সেওতা এলার সিরাজুলের ছেলে পিন্টু (২২), হরিরামপুর উপজেলার গঙ্গাসাগর এলাকার মৃত নাজিমুদ্দিন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৫), দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার রমজান মিয়ার ছেলে সুজন মিয়া (১৯)।

মানিকগঞ্জের পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ মাদকসেবী ও বিক্রেতাসহ গ্রেফতার পরোয়ানায় তিন এবং সিআর পরোয়ানায় ছয়জনকে গ্রেফতার করা হয়।

আটক মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।