ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুরে টিকিট বিক্রিতে অনিয়ম পায়নি দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কমলাপুরে টিকিট বিক্রিতে অনিয়ম পায়নি দুদক

ঢাকা: কমলাপুর রেলস্টেশনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রিতে অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জিএম আহসানুল কবির।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা পৌনে ১১টায় রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আহসানুল কবির বলেন, আমরা ১০৬ নম্বরে টিকিট বিক্রির অনিয়মের  অভিযোগ পেয়ে এসেছি।

এখানে এসে প্রতি লাইনে দাঁড়িয়ে কথা বলেছি, কারো কোনো অভিযোগ পাইনি। তবে একটা অভিযোগ পেয়েছি, এসি টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে। সেটি তদন্ত করেছি, কোনো কিছু পাইনি। এছাড়া এসি টিকিট সীমিত। তাই দ্রুত শেষ হয়েছে। তবে আমরা রেল ভবনে এসি টিকিটের সার্ভার রুমে গিয়ে দেখবো, কারা এসি টিকিট নিয়েছেন।  

এর আগে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সকাল সোয়া ১০টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অভিযানে আসে দুদক টিম।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad