ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘অনিয়ম-বিশৃঙ্খলা ছাড়াই টিকিট বিক্রি হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
‘অনিয়ম-বিশৃঙ্খলা ছাড়াই টিকিট বিক্রি হচ্ছে’ কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কমলাপুর রেলস্টেশনে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়াই টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি।

স্টেশন ম্যানেজার আমিনুল বলেন, দুটি স্পেশাল ট্রেনসহ কমলাপুর থেকে ১৬টি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

যাত্রীর চাহিদা অনেক। তাই প্লাটফর্মে প্রচুর ভিড়।  

৩৭টি আন্তঃনগর ট্রেনের মোট ২৭ হাজার ৮৫৫টি টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।

এদিকে রেলওয়ের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের জিয়াউল আহসান সারওয়ার বলেন, সকাল ৭টায় মাত্র এক ঘণ্টায় ৯ হাজার ৪৪৩টি টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি আছে মাত্র ৬০০টি টিকিট।  

তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, আপনারা সুনির্দিষ্ট তথ্য দিন, কেউ যদি অনিয়ম করে। এখানে কারা টিকিট কেটেছে, সবার সব তথ্য রয়েছে। আপনারা ফোন করে তা যাচাই করতে পারবেন। ঢালাওভাবে অভিযোগ যাচাই না করে তথ্য পরিবেশন না করার অনুরোধ জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad