ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৬ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
৬ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক  ইয়াবাসহ আটক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক বিক্রেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চৌধুরী ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।  

ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের পুটখালি রোড দিয়ে মাদকের একটা বড় চালান আসছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বাঁধা অবস্থায় ৩০টি নীল রঙের পলি প্যাকে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটক ফরহাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।