ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
রূপগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে না রাখায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।  

ইউএনও মমতাজ বেগম জানান, দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা ও পূজা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে না রাখায় বাসুর উদ্দিন স্টোর, আল-আমিন স্টোর, রফিক বোরহানি স্টোর, সালেক স্টোর ও স্বপন স্টোরকে পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ