ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩২ স্কুলকে অ্যারোসল দিলেন মেয়র সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
 ৩২ স্কুলকে অ্যারোসল দিলেন মেয়র সাঈদ খোকন ৩২ স্কুলকে অ্যারোসল দিচ্ছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠান থেকে মশক নিধনে ৩২ স্কুলে বিনামূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর সুরিটোলা স্কুল মাঠে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত শিক্ষা-প্রতিষ্ঠানে মশক নিধনে এসব স্প্রে ক্যান বিতরণ করেন ডিএসসিসির মেয়র।

মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সবাই এ শহরটাকে সুন্দর করে সাজাবো।

যেটা হবে সুন্দর, সুস্থ এবং বাসযোগ্য নগরী। তবে এজন্য আমাদের ও অন্যদের সচেতন করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। অনেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানকে মশামুক্ত করবো। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরই অংশ হিসেবে আমরা কোতোয়ালি থানার ৩২টি শিক্ষা-প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ করেছি।

অনুষ্ঠানে ৩২ শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতি দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad