ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌমুহনীতে ফের আগুন, ৩০ দোকান পুড়ে ছাই     

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
চৌমুহনীতে ফের আগুন, ৩০ দোকান পুড়ে ছাই     

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের রেলওয়ে ষ্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে ফের আগুন লেগে অন্তত ৩০টি দোকার পুড়ে গেছে। 

রোববার (২৯ জুলাই) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা করে আগুন নেভায়।

 

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল বাংলানিউজকে জানান, খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

গত ৭ জুন (শুক্রবার) একই স্থানে আগুনের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে ক্ষয়-ক্ষতি হয়।    

** চৌমুহনীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad