ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে সভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা ড্রাগ সুপার ফজলুর রহমানসহ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা।

বক্তারা বলেন, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এছাড়া ব্যবস্থাপত্র ছাড়া রোগী ও তাদের স্বজনরাও যেন অ্যান্টিবায়োটিক না কেনে সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।