ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রুপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
রুপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক ৪ আটক চার চাঁদাবাজ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) তারাবো পৌরসভার দক্ষিণপাড়া, সোনালী রোডের শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের সামনে ও ঢাকা-সিলেট বিশ্বরোডের তারাবো মোড়ে চলাচলকারী পণ্যবোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাসুদ পারভেজ ভূঁইয়া (৪৩), রাসেল আহম্মেদ (২৫), হারুন অর রশিদ ওরফে বাবু (২৯), উজ্জল মিয়া (৩২)।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলাচলকারী ট্রাক, বাস ও লেগুনা চালকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দৈনিক ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।