ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এত উন্নয়ন আগে হয়নি: পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এত উন্নয়ন আগে হয়নি: পাটমন্ত্রী বক্তব্য রাখছেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এত হয়নি।

রোববার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তারাবো পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১২৫ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ১০ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন আয় ১১৪ কোটি ৭৮ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ টাকা।  

মেয়র হাসিনা গাজী তার বক্তব্যে বলেন, এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছর হবে তারাবো পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। এ অর্থবছর হবে উন্নয়নের বছর, অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাবো পৌরসভা, ইনশাল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, কাউন্সিলর আমির হোসেন, হাজী আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মফিজ, জোসনা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad