ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মিনহা (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর গায়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মিনহা স্থানীয় পাঁচবাগ ফাজিল মাদ্রাসাছাত্রী। সে পাঁচবাগ মোড়ের সালাহ উদ্দিন খানের মেয়ে।

সালাহ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ক্লাস শেষে বাড়ি ফিরছিল মিনহা। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে তার পরনে বোরকা থাকায় মুখ ও হাতের কিছু অংশ এসিডে দগ্ধ হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।  

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ছাত্রীর মুখে সামান্য এসিড লেগেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।