ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার তুষারকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, জুলাই ২৭, ২০১৯
রাষ্ট্রপতির ছেলে ব্যারিস্টার তুষারকে সংবর্ধনা

কিশোরগঞ্জ: বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরী কমিটির সদস্য মনোনীত হওয়ায় রাষ্ট্রপতির ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় হলরুমে তাকে সংবর্ধনা দেয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।  

এসময় ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষারকে ফুল দিয়ে বরণ করেন ডিন প্রফেসর মো. আরজ আলী ও ক্রেস্ট দেন ট্রাস্টি সেক্রেটারি প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান ও উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা।


 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান।  

বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর মো. রফিকুল আলম।  

অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম বদরুদ্দোজা, ট্রেজারার এ.কে. মাহবুবুল আলম, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহমেদ শাকীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ