ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কঙ্কাল চুরি করে বিক্রি, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
কঙ্কাল চুরি করে বিক্রি, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কঙ্কাল চুরি করে বিক্রি করার অপরাধে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুলাই) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) উপজেলার উচিরপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কালো রংয়ের কাপড়ের চেক ব্যাগের ভেতর লাল পলিথিন দিয়ে মোড়ানো মানুষের কঙ্কালের ২৯৬টি হাড়সহ সর্বমোট ৪৫০টি হাড় উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- ময়মনসিংহের কোতোয়ালির নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৬), হালুয়াঘাটের বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল (২৫), জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনসার আলীর ছেলে সুমন মিয়া (২২) ও মৌলভীবাজার কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার নাসির দর্জির ছেলে রাহেল (২০)।

আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ আলী বাংলানিউজকে জানান, ওই চারজন দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল বিভিন্ন হাসপাতালে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।