ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে ১২ স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আড়াইহাজারে ১২ স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক আটক চন্দন রায়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরিঘাট থেকে ১২টি স্বর্ণেরবারসহ চন্দন রায় (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক চন্দন রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর গুদমা এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীম বাংলানিউজকে বলেন, উদ্ধার করা স্বর্ণেরবারের ওজন ১১৯ ভরি ১৫ আনা, এর মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটে আমরা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করি। চন্দন রায় আন্তঃজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।