ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিটানো হলো মশার ওষুধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিটানো হলো মশার ওষুধ ছবি: প্রতীকী

ঢাকা: ডেঙ্গু রোগ থেকে রেহাই পেতে ঢাকা কেন্দ্রীয় (কেরানীগঞ্জ) কারাগারের ভেতরে ও স্টাফদের বাসস্থানে ক্রয় করা মশার ওষুধ ছিটানো হচ্ছে।

শনিবার (২৭ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে জানান।

তিনি জানান, কারাগারে বন্দি আছে ১১ হাজার ও স্টাফ আছে ফ্যামেলিসহ ৪ হাজার।

এই মোট ১৫ হাজার মানুষের জন্য কারাগারের ভেতরে ও স্টাফদের বাসস্থানে প্রতিনিয়ত মশা নিধনের স্প্রে করা হচ্ছে। এমনিতেই কারাগার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। প্রতিনিয়ত ড্রেন ও বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয়। তবুও যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তাই আমরা প্রতিনিয়ত মশার ওষুধ স্প্রে করে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।