ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
নারায়ণগঞ্জে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নোঙর করে রাখা একটি জাহাজ থেকে রিতুল ঘোষ (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

২৭ জুলাই (শনিবার) দুপুর দেড়টায় শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকার ‘এমবি সজল-তন্ময়-২’ নামে জাহাজ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে নিহত রিতুল ঘোষ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টায় ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল। পরে ওই চারজনকে আটক করা হলে তারা জানায় ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। গোসল শেষে রিতুলকে তারা না পেয়ে বাসায় চলে আসে।

পানিতে ডুবে না আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।