ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনার পানি আরিচা পয়েন্টে ফের বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
যমুনার পানি আরিচা পয়েন্টে ফের বাড়ছে বাড়ছে যমুনার পানি। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ের আরিচা পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গত কয়েক সপ্তাহে যমুনার পানি কমে ৬ দশমিক ২০ সেন্টিমিটারে নেমে এসেছিল।

আজ সকালে তা ৩ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ২০ সেন্টিমিটার হয়েছে। এই পয়েন্টে বিপদসীমা ৩০ সেন্টিমিটার।

পানি বৃদ্ধির ফলে শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুরে কিছু এলাকা ভাঙনের কবলে পড়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ