ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এখনও নিখোঁজ হাওরে ডুবে যাওয়া সেই প্রহরী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এখনও নিখোঁজ হাওরে ডুবে যাওয়া সেই প্রহরী  নেত্রকোণার মানচিত্র

নেত্রকোণা: হাওরের পানিতে পড়ে যাওয়া নৌকার বৈঠা তুলে আনতে গিয়ে নেত্রকোণার খালিয়াজুরীতে আলী আহম্মদ (৫৫) নামে এক প্রহরী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) ভোরে নিখোঁজ প্রহরী রাত সাড়ে ১২টায়ও উদ্ধার হয়নি।

আহম্মদ চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

খালিয়াজুরীর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, পানিতে নিখোঁজ আহম্মদ কানকাটি বিলের প্রহরী হিসেবে কাজ করতেন।

চুরি করে কেউ বিলে জাল ফেলে মাছ ধরছে কিনা তা দেখতে তিনি ভোরে ডিঙি নৌকা নিয়ে বের হন। হঠাৎ হাত ফসকে হাওরের পানিতে বৈঠা পড়ে যায়।

এসময় বৈঠা তুলতে পানিতে নামলে স্রোতে নৌকা দূরে চলে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করে রাত ১২টায়ও তার মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

এরআগে দুপুরে পার্শ্ববর্তী মদন উপজেলার একটি হাওরের পানিতে ঝাঁপ দিয়ে হৃদয় নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।