ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুজব ছড়িয়ে উন্নয়ন ব্যাহত করা যাবে না: তাজুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
গুজব ছড়িয়ে উন্নয়ন ব্যাহত করা যাবে না: তাজুল ইসলাম চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: গুজব ছড়ানোর মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৬ জুলাই) সকালে কুমিল্লার লাকসামে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।

আমাদের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে কিছু অপশক্তি গুজব ছড়াচ্ছে। গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প নেই।

এদিন মন্ত্রী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের লাকসাম পৌরসভার বর্ধিত বয়স্ক, বিধবা ও স্বামী  নিগৃহীতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন প্রকল্পের ভাতাভোগী ২৬৭ জনকে ১৯ লাখ ৮ শত টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) ইমরান রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

বাংলাদে সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।