ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে নতুন করে চোখ রাঙাচ্ছে বন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
জামালপুরে নতুন করে চোখ রাঙাচ্ছে বন্যা

জামালপুর: জামালপুরে নতুন করে চোখ রাঙাচ্ছে বন্যা। গত ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টায় জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান এ তথ্য জানান। বৃষ্টি ও দ্রুত পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকায় আবারও পানি ঢুকতে শুরু করেছে।

 

এদিকে গত ২ সপ্তাহের বন্যায় এখন পর্যন্ত ঘরে ফিরতে পারেনি বন্যার্তরা। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও রাস্তায় মানবেতর জীবন যাপন করছে।

পানি সরে যাওয়ায় ফুটে উঠেছে বন্যার ক্ষয়-ক্ষতির চিহ্ন। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জের কোনো কোনো এলাকায় বন্যায় তলিয়ে যাওয়া রাস্তা ভেসে উঠলে এসব ক্ষয়-ক্ষতি দৃষ্টিগোচর হচ্ছে। এসব রাস্তায় যান চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন ইউনিয়নের সঙ্গে উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক।  ছবি: বাংলানিউজ

নতুন করে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিন্তাও বাড়ছে বন্যার্তদের। সরকারিভাবে যেসব ত্রাণ আসছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এ অবস্থায় নতুন করে আবারও বাড়িঘর প্লাবিত হলে মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না।

এদিকে বন্যার কারণে বিশুদ্ধ পানি ও শুকনা খবারের তীব্র অভাব দেখা দিয়েছে। বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসবাসকারী বন্যার্তদের চরম কষ্টে পড়তে হচ্ছে। বিশেষ করে গবাদি পশুর খাবার সংকটে পড়েছেন বন্যার্তরা।

বন্যার ফলে সবজি বাগান নষ্ট হওয়ায় বাজারে প্রতিটি সবজির দাম এখন দ্বিগুণ। কাঁচা মরিচের দাম এখন প্রতিকেজি ২০০ টাকা। পটল ৮০, দেশি কাকরোল ৬০, পেঁয়াজ ৫০, আলু ২০, ঝিংগা ৮০, করলা ১২০ টাকা কেজি।

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ।  ছবি: বাংলানিউজএছাড়াও বন্যা কবলিত এলাকায় ডাকাতের আতঙ্ক রয়েছে। ডাকাত দল বন্যায় আশ্রয়কেন্দ্রে নৌকা নিয়ে ঢুকে লুটপাট করছে। এর মধ্যেই জামালপুরের বকশীগঞ্জে ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। এদের মধ্যে শিপন নামে এক ডাকাত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। ফলে ডাকতরা প্রতিশোধ নিতে পারে এ আশঙ্কায় আতঙ্ক না কমে আরও বেড়েছ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহাবুবুল আলম জানান, এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশি টহল।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।