ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
টেকনাফে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ  অভিযান চালানো হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে ইয়াবার একটি বড় চালান টেকনাফের জালিয়ারদ্বীপ হয়ে বাংলাদেশে ঢুকবে।

এমন সংবাদের ভিত্তিতে রাতে তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল ওই স্থানে অবস্থান নেয়।  

এ সময় ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় করে তিনজন লোক আসতে দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তাদের দাঁড়ানোর সংকেত দেন। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পানিতে ডুবিয়ে সাঁতরিয়ে পালিয়ে যান। পরে নৌকাটি উদ্ধার করে সেখান থেকে সাত লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়:  ১৪০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।