ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে রবার্ট মিলারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে রবার্ট মিলারের সাক্ষাৎ সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে এভিয়েশন সেক্টরে বিশেষ করে নিরাপত্তা, ফ্লাইট সেফটি ও কার্গো পরিবহনে উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণসহ কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ কাজ, যাত্রীসুবিধা বৃদ্ধি ও মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় মার্কিন দূতাবাস ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।