ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

যশোর: যশোরের শহরতলীর আহাদ জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৪৬) ও কবির গাজী (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মতিয়ার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে ও কবির একই ইউনিয়নের সুলতানপুর এলাকার মোসলেম গাজীর ছেলে।

দু’জনেই ওই মিলে ঢালাই শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন। বেলা গড়াতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে শ্রমিক মতিয়ার স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে করতে গিয়ে সহকর্মী কবিরও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিয় দাস মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad