ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ফারুক হত্যায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ময়মনসিংহে ফারুক হত্যায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ওমর ফারুক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবা শাহ জামাল নয়ন (৬২), তার ছেলে রেজাউল করিম (৩৪), সুলতান (৫২) ও আজাহার (৫৭)।

 

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শেখ কবিরুল ইসলাম জানান, উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাঁটি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০০৭ সালে ৩০ মে বাকবিতণ্ডায় আসামিরা আইয়ুব আলীর ছেলে ওমর ফারুককে লাঠি ও লাঙলের হাতল দিয়ে আঘাত করে আহত করেন।  

পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকায় নেওয়া হলে ওমর ফারুকের মৃত্যু হয়।  

পরের দিন সংশ্লিষ্ট থানায় নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্তে ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।  

মামলার ১২ বছর পর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।