ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে অস্ত্র ও তক্ষক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
সুন্দরবন থেকে অস্ত্র ও তক্ষক উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন থেকে তিনটি বিদেশি শটগান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)।

বুধবার (২৪ জুলাই) সকালে সুন্দরবনের আন্ধারমানিক খাল সংলগ্ন এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া মোংলার লাউডোব ঘাট এলাকা থেকে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।

উদ্ধারকরা অস্ত্র ও গুলি কয়রা থানায় এবং তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য করমজল ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দারমানিক খাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি শটগান ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকরা অস্ত্র ও গুলি কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। লাউডোব ঘাট থেকে উদ্ধার করা বিরল প্রজাতি তক্ষকটি সুন্দরবনে অবমুক্তকরার জন্য করমজল ফরেস্ট স্টেশনের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad