ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুজব-গণপিটুনি: উস্কানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
গুজব-গণপিটুনি: উস্কানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘ছেলেধরা’ কিংবা ‘কল্লাকাটা’ এগুলো স্রেফ গুজব। আর এ গুজবে কান দিয়ে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ। আইন কারও হাতে তুলে নেওয়া যাবে না। সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানান। যারা এ ধরনের গুজব বা গণপিটুনিতে উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এ কথা বলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম। এসময় তিনি গুজব ও গণপিটুনি রোধে সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতা চান।

তিনি বলেন, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনোভাবে কাম্য নয়। যেকোনো মূল্যে ছেলেধরা গুজব এবং গণপিটুনি রোধে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে বিভিন্নস্থানে মাইকিং করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad