ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ভাটারার কোকাকোলা মোড়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ দু’জন।

বুধবার (২৪ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলাল (৩০) ও শ্যামল (৩৫)।

আহত সিএনজি চালক আবু সাঈদ (৩৫) ও আরেক যাত্রীর নাম জানা যায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, ভোর সোয়া ৬টার দিকে কোকাকোলা মোড়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি নাইট কোচ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাদের স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। আর আহত দু’জনের মধ্যে সিএনজি চালক আবু সাঈদ ঢাকা মেডিক্যালে ও অপর যাত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।