ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু রোগে পরামর্শ দিতে ডিএনসিসির কল সেন্টার চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ডেঙ্গু রোগে পরামর্শ দিতে ডিএনসিসির কল সেন্টার চালু ডিএনসিসির লোগো

ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসাসেবায় কল সেন্টার চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কল সেন্টারটির নম্বর: ০১৯৩২-৬৬৫৫৪৪।

বুধবার (২৪ জুলাই) থেকে চালু হয়েছে এ কল সেন্টার সেবা।  

রাজধানীর গুলশানের ডিএনসিসি নগর ভবনে স্থাপন করা হয়েছে কল সেন্টারটি।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।  

ডিএনসিসি’র পক্ষ থেকে বলা হয়, নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ দেওয়ার লক্ষ্যে এ কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ দেবেন।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯ 
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।