ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধসহ আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধসহ আহত ৪

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন মগবাজার মোড়ে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।  

দগ্ধ দুই সাংবাদিক হলেন- জাগো নিউজ-এর বিশেষ প্রতিনিধি ফজলুল হক শাওন (৫৫) ও এসএ টিভির নিউজ এডিটর মোস্তফা মনোয়ার সুজন (৪৫)।

 দগ্ধ দুই জনই ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক লিজা বাংলানিউজকে জানান, দু’জনেরই মুখসহ হাত আগুনে ঝলসে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ সাংবাদিক শাওন বাংলানিউজকে জানান, মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে একটি বন্ধুর দোকানে অবস্থানকালে হঠাৎই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতেই তারা দগ্ধ হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে রাস্তার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে ফুটপাতের ফল বিক্রেতাসহ মোট চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আর আহত ফল বিক্রেতাসহ তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান বাংলানিউজকে জানান, মগবাজারের এ ঘটনার খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটা দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। আমাদের গাড়ি যাওয়ার আগেই সেটা নিভে যায়।

দগ্ধ দুই সাংবাদিককে দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সে সময় তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এজেডএস/এসএইচএস/এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।