ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপরে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নে তরুণীবাড়ি রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

সবুজ পার্শ্ববর্তী চওড়া ইউনিয়নের তৃপ্তিপাড়া গ্রামের রমানাথ রায়ের ছেলে এবং রংপুর সরকারি কলেজের এইচএসসির ছাত্র।  

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে রেললাইনের ধারে মাছ ধরছিল সবুজ।

একপর্যায়ে রেল লাইন পার হওয়ার সময় পা পিছলে পড়ে গেলে উঠে আসার আগেই রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)ফিরোজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।