ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৮ টন পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
বরিশালে ৮ টন পলিথিন জব্দ

বরিশাল: বরিশাল নগরের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ টন পলিথিন ও একটি ট্রাক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে এসব জব্দ করে তারা।  

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরের হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি ট্রাক থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ টন পলিথিন জব্দ করা হয়। পরে ওই এলাকারই নামবিহীন একটি গোডাউন থেকে প্রায় আরও ৫ টন পলিথিন জব্দ করা হয়। যদিও অভিযানের সময় পলিথিন, ট্রাক ও গোডাউনের সঙ্গে জড়িত কাউকে খুঁজে পায়নি পরিবেশ অধিদপ্তর।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।