ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

সাইফুল ভৈরবের কুলিয়ারচরের ওসমানপুরের নুরুল ইসলামের ছেলে।

তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরের নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের ফুফাতো বোনের জামাই মনির হোসেন বাংলানিউজকে জানান, সাইফুল যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে তার একটি কোচিং সেন্টার আছে। ওই কোচিংয়ের প্রচারণার জন্য দুপুরে ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৪ ‍জুলাই) তার ফতুল্লা পাইলট স্কুলে যোগদান করার কথা ছিল বলেও জানান মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।