ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সার্টিফিকেট জালিয়াতি মামলায় গ্রেফতার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় সার্টিফিকেট জালিয়াতি মামলায় গ্রেফতার ২  গ্রেফতারকৃত আল মেহেদী হাসান ও ফকরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সাকসেশন সার্টিফিকেট জালিয়াতির মামলায় আল মেহেদী হাসান ও ফকরুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, জেলার বাঞ্ছারামপুর উপজেলার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেটের জন্যে গেলে ফকরুল ইসলামের সহযোগিতায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (১ম) স্বাক্ষর ও সিল জাল করে একটি মিথ্যা সাকসেশন সার্টিফিকেট তৈরি করে মেহেদী হাসান।

পরে নার্গিস আক্তার ব্যাংকে গিয়ে জানতে পারেন ইস্যুকৃত সার্টিফিকেটটি জাল।  

এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।