ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান  ঘাট পরিদর্শন করছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: গত এক সপ্তাহ ধরে দেশের অন্যতম নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একদিকে তীব্র স্রোত অন্যদিকে নাব্যতা সংকট। এই দুই সমস্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

পরিস্থিতি দেখতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শন করেছেন।

এসময় তিনি জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মায় স্রোতের তীব্রতা বেড়েছে।

সেই সঙ্গে নাব্যতা সংকট থাকায় ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে নৌরুটে খননকাজ অব্যাহত রয়েছে। আশাকরি ফেরিগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

তিনি আরো বলেন, নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে বিআইডব্লিউটিএ সার্বক্ষণিক ঘাট তদারকি করছে। ঈদ সামনে থাকায় ১০-১২টি ড্রেজার খননকাজ চালিয়ে যাবে।

এ সময় বিআইডব্লিউটিএর ঘাটের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, বন্যার কারণে গত কয়েকদিন ধরে নদীতে তীব্র স্রোত থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছিল। ফলে ফেরি সংকটের কারণে ঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে স্রোতের তীব্রতা কিছুটা কমে আসায় মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।  

বিআইডব্লিউটিএর ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।