ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জসিম উদ্দিন (৩০) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে চাকলাহাট এলাকার শিংরোড ভুজারিপাড়া সীমান্তের ৭৬৩/১৮ সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। জসিম প্রধানপাড়া শিংরোড এলাকার লুৎফর রহমানের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা যায়, জসিম সকালে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে (রমেক) পাঠানো হয়।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।