bangla news

ইয়াবা সেবনকালে আইনজীবীসহ আটক দুই, তিন মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২৩ ৩:৩৫:০৬ এএম
ছবি : প্রতীকী

ছবি : প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকায় ইয়াবা সেবনের সময় ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণসহ দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাকিল আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

আটককৃতরা হলেন শহরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এনামুল হক ওরফে আমিরুল হক (৩৫) ও বড়পাড়া এলাকার বাসিন্দা তাজ আলী (৩০)। আমিরুল হক এক জেলা আইনজীবী সমিতির সদস্য।

তাদের দুজনকে শহরেরর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ইয়াবা সেবনরতঅবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের উপকরণ ও ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড কার্যকর করতে দুইজনকেই সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জুলাই ২২,  ২০১৯
এমএমইউ

ক্লিক করুন, আরো পড়ুন :   সুনামগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-23 03:35:06