ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
জিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন এরশাদ ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে দাবি করেছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ মোট দশজন সিনিয়র নেতা।

সোমবার (২২ জুলাই) দিনগত রাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের সংসদীয় অফিসিয়াল প্যাডে হাতে লেখা বিবৃতিতে জিএম কাদেরকে জাপা চেয়ারম্যান হিসেবে অস্বীকার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের মারফত জানতে পেরেছি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

যা কোনো পার্টির যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এতে বলা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘খ’ এর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যথা ‘মনোনীত’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্টদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘ক’ কে উপেক্ষা করা যাবে না। আশাকরি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তি চেয়ারম্যান না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রওশন এরশাদের সংসদীয় অফিসিয়াল প্যাডে হাতে লেখা বিবৃতি।  ছবি: বাংলানিউজআমি আশা করবো, পার্টির সকল নেতাকর্মী দলের গঠনতন্ত্রর প্রতি শ্রদ্ধাশীল হইবেন। এ বিষয়ে নিম্ন স্বাক্ষরকারীগণ একমত পোষণ করেন এবং আরও সিনিয়র নেতাগণ একমত পোষণ করেন।

১. বেগম রওশন এরশাদ এমপি, সিনিয়র কো চেয়ারম্যান জাতীয় পার্টি
২. ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য
৩.ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য
৪.সেলিম ওসমান এমপি, প্রেসিডিয়াম সদস্য
৫.লিয়াকত হোসেন খোকা এমপি
৬.রওশন আরা মান্নান এমপি
৭.নাসরিন জাহান রত্মা এমপি, প্রেসিডিয়াম সদস্য
৮.মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য
৯.মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য
১০.অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য।

 পাঠানো বিবৃতিতে রওশন এরশাদের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘন্টা, জুলাই ২৩, ২০১৯
এসএমএকে/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad