ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগে আটক ৩ অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হয়। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার জেলা শহরের কলাতলীর টিঅ্যান্ডটি টাওয়ারে পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়ে তিন শ্রমিককে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২২ জুলাই)  বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোকতার।

তিনি বাংলানিউজকে বলেন, পাহাড়টি কক্সবাজার শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বহুদিন ধরে একটি প্রভাবশালী চক্র পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংস করে আসছিল। সোমবার তাদের উচ্ছেদ করার জন্য সেখানে অভিযান চালানো হয়। যে তিনজনকে আটক করা হয়েছে তারা শ্রমিক। মালিক পক্ষ এখনো আসেনি। আসার পর মোটা অংকের জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।