ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কবিরাজের ‘পানি পড়া’ খেয়ে ২ জনের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
কবিরাজের ‘পানি পড়া’ খেয়ে ২ জনের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের কাউন্দিয়ায় কবিরাজের ‘পানি পড়া’ খেয়ে চিকিৎসাধীন থাকার একদিন পর দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় বাংলানিউজকে বিষয়টি জানান।

এরআগে, শনিবার (২০ জুলাই) রাতে সাভারে কাউন্দিয়ার আলী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ জুলাই) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই দুইজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা রাজধানীর মিরপুরের বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এসআই প্রাণ কৃষ্ণ বাংলানিউজকে জানান, শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলীনগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি যান। তখন ওহাব কবিরাজের দেওয়া পানি পড়া খেয়ে দুইজনেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুল মারা যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।