bangla news

পিএলএফএস’র ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ৯:০৯:১১ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঢাকা: পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) সাবেক চেয়ারম্যান ও দুই পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ জুলাই) বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের সই করা চিঠি পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন, সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায় ও মো. কবির উদ্দিন। 

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএমএকে/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-22 21:09:11