ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ২৫ মামলার আসামি বাইট্টা আজাদ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ফেনীতে ২৫ মামলার আসামি বাইট্টা আজাদ গ্রেফতার

ফেনী: ফেনী ডিবি পুলিশের অভিযানে ২৫ মামলার তালিকাভুক্ত আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী আজাদ ডাকাত প্রকাশ ওরফে বাইট্টা আজাদকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে ফেনীর দাগনভূঁইয়া উত্তর জায়লস্কর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাইট্টা আজাদ দাগনভূঁইয়া থানার উত্তর জায়লস্কর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

 

ফেনী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দাগনভূঁইয়া উত্তর জায়লস্কর এলাকায় অভিযান চালিয়ে বাইট্টা আজাদকে গ্রেফতার করা হয়।  

আজাদের বিরুদ্ধে সাম্প্রতিক বিরিন্চি এলাকার ঘর ডাকাতিসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরিসহ ২৫ মামলা আদালতে বিচারাধীন। তাকে রিমান্ডের প্রতিবেদনসহ আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯ 
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।