bangla news

খুলনায় প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের মামলায় একজনের দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ৮:১৬:৩১ পিএম
প্রতীকী

প্রতীকী

খুলনা: প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে খুলনায় একজনের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুলাই) খুলনার মুখ্য মহানগর হাকিম কনিকা বিশ্বাস এই দণ্ডাদেশ দেন।

গত বছরের ৫ ডিসেম্বর ফাউন্ডেশন খুলনার বয়রা নিবাসী শেখ জাহিদুল ইসলাম লিকুর বিরুদ্ধে নিজের পোষা কুকুরকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যার অভিযোগে আইনের ৭ ধারায় সি আর ৫৯৬/১৮ মামলা দায়ের করা হয়। সেই সূত্র ধরে খুলনার সিএমএম কনিকা বিশ্বাস আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অর্থদণ্ডের আদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিএডব্লিউ ফাউন্ডেশন) খুলনার বিভাগীয় প্রধান অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমআরএম/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   খুলনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-22 20:16:31