ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় লিসন হত্যা মামলায় ২ আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
মাগুরায় লিসন হত্যা মামলায় ২ আসামির আত্মসমর্পণ

মাগুরা: মাগুরার চাঞ্চল্যকর কলেজছাত্র লিসান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শামীমসহ দুই আসামি আদালতে আত্মসর্মপণ করেছেন।

সোমবার (২২ জুলাই) দুপুরে তারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করেন।  

পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ রেজোয়ান জানান, কলেজছাত্র লিসান হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম ফকির ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর পরই পুলিশ মামলার চার ও ছয় নম্বর আসামি রবিন ও হাসানকে গ্রেপ্তার করে। সবশেষ সোমবার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি শামীম এবং তিন নম্বর আসামি রিংকু আদলতে আত্মসর্মপণ করেছেন।  

জেলা জজ আদালতের পরিদর্শক শাহজাহান সিরাজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীম ও রিংকুর আত্মসর্মপণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই শহরতলীর শিবরামপুর মর্ডান মোড়ে প্রকাশ্য দিবালোকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র লিসানকে ছুরিকাঘাতে হত্যা করে সোহেল নামে স্থানীয় এক বখাটে যুবক। পুলিশের ধারণা, পূর্ববিরোধের জের ধরে লিসনের সহপাঠী শামীমসহ অন্যরা সোহেলকে দিয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।